যারা ফ্রীলেন্সিং করতে আগ্রহি তারা মার্কেট প্লেসে কিভাবে কি করবে এ ব্যাপারে কোন কোর্স বা ভিডিও আসবে?
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
মার্কেটপ্লেস নিয়ে কোন ক্লাস আসবে না যেমন ফাইবার, আপওয়ার। এগুলো নিয়ে ক্লাস হবে না কিন্তু আপনাদের যদি স্কিল থাকে তাহলে আপনাদের জবের ব্যবস্থা করা হবে
আপনারা যদি প্রমাণ করতে পারেন যে আসলে আপনি এক্সপার্ট বা আপনি জব পাওয়ার যোগ্য তাহলে আপনাকে ব্যবস্থা করে দেওয়া হবে
ভাই আমার মনে হয় যে মার্কেট লেভেলে কাজ করতে গেলে তো অবশ্যই প্রো লেভেলের কাজ শিখতে হবে। তারপর স্টেপ আপ আপনাকে টেস্ট করবে আর তারা যদি আপনার স্কিল দেখে স্যাটিসফাইড হয় তাহলে তো তারাই জব ম্যানেজ করে দিবে।স্টেপ আপ 3rd পার্টি কোনো ফ্রীল্যানসিং সেক্টরে হয়তো আপনাকে কাজ পেতে ওই রকম হেল্প না ও করতে পারে। আর ভাই আপনি যদি ফ্রীল্যানসিং করতে চান তাহলে বিভিন্য অনলাইন মার্কেটপ্লেস এ যেতে হবে। রিসার্চ করে ঐ সব মার্কেট প্লেস এর কি মেট্রিকস গুলো জানতে হবে। এখনতো ইউটুবে অনেক ভালো ভালো কনটেন্ট আছে যাতে করে নিউ অবস্থায় কাজ পাওয়া যায়। কিছু ব্লগ পড়তে হবে যে কিভাবে নিজের স্কিল/গিগ ইত্যাদি স্মার্টলি তুলে ধরা যায়। আবার আপনি যে সেক্টরে কাজ করবেন ওই সেক্টরের কিছু বড় বড় ফ্রীলান্সারদের অনুসরণ করতে হবে ইত্যাদি ইত্যাদি।
বি:দ্র:এইসব সেক্টরে নেটওয়ার্কিং মারাত্মক লেভেলে কাজ করে। মুলকথা আপনার যদি ভাই নেটওয়ার্কিং স্ট্রং থাকে তাহলে অনেক কাজ পাবেন।
ধন্যবাদ।