আসসালামু আলাইকুম,
আমি যেই বিষয় টি জানতে চাচ্ছিলাম,
ফেসবুক পেইজের নাম চেঞ্জ করার জন্য আমি গতকাল Apply করেছিলাম, কিন্তু পাসওয়ার্ড বসানোর আগে একটি নোট লেখা ছিলো নাম চেঞ্জ হতে ৩ দিন পর্যন্ত সময় লাগতে পারে, যার একটি স্ক্রিনশট আমি “লেখার নিচে” যুক্ত করে দিয়েছে – জানার বিষয় যেটা ছিলো, ৩ দিন পর কি নাম চেঞ্জ হয় নাকি এর আগেও নাম চেঞ্জ হয়,কারণ আমি নাম চেঞ্জের জন্য Apply করেছি অলরেডি ১২ ঘন্টা প্লাস হয়ে গিয়েছে কোন রেজাল্ট এখনও পাই নাই!
*কিছু Youtube ভিডিও দেখলাম, সেখানে দেখতে পাচ্ছি তারা নাম চেঞ্জ করার জন্য Apply করার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমার টা কেনো হলো না….
ভেরিফিকেশন হতে এখানে তিন দিন সময় নেওয়া হয়েছে। যদি ওদের রিকুয়াইরমেন্ট অনুযায়ী আপনার তথ্য ওদের পলিসি ভায়োলেট না করে তবে এপ্রুভ পাবেন, ইন শা আল্লাহ।
রিকুয়াইরমেন্ট বলতে কি বুঝায় যদি আমাকে একটু ডিটেইলে বলতেন!
উনারা আপনার নাম চেঞ্জ করার রিকুয়েস্ট এর জন্য আপনার থেকে কিছু রিকুয়াইড ইনফরমেশন নিয়েছে ( এর অর্থ হলো আপনার নাম চেঞ্জ করতে প্রয়োজনীয় তথ্য)। সেই তথ্য গুলো যদি তারা সঠিক মনে করে তবে আপনার নাম চেঞ্জ করার রিকুয়েস্ট এপ্রুভ করবেন, ইন শা আল্লাহ।