ফেসবুক পেইজ তৈরি করার জন্য তো বিজনেস এর নাম দরকার। আর বিজনেস এর নামের সাথে তো মিল রেখে ডোমেইন দরকার। এখন প্রশ্ন হলো ডোমেইন কি আমরা নিজেরা কিনবো নাকি Stepup থেকে দেয়া হবে। আর যদি আমরা ডোমেইন ক্রয় করি তাহলে কোথা থেকে কি ধরনের ডোমেইন নিলে ভালো হবে, সেই বিষয়টা জানার ছিলো। কারণ এখন যেই ডোমেইন আমি সিলেক্ট করবো, তা যদি এখন না কিনি তাহলে পরবর্তীতে তা হয়তো Available নাও থাকতে পারে। তখন আবার সকল ডিজাইন, সেটআপ নতুন করে করতে হবে।
ডোমেইন নিয়ে ক্লাস আসবে। আপনি আপনার বিজনেস এর জন্য পছন্দসই নামে ডোমেইন এভেইলেবল আছে কিনা দেখবেন, যদি থাকে তবে পেইজ ক্রিয়েট করবেন। পরবর্তীতে সেই নামে যদি যদি ডোমেইন না পান তাহলে অন্য নামের ডোমেইন নিয়ে পেইজের নাম পরিবর্তন করে নিবেন।
আপনি আপনার বিজনেস এর জন্য পছন্দসই নামে ডোমেইন এভেইলেবল আছে কিনা দেখবেন, যদি থাকে তবে পেইজ ক্রিয়েট করবেন। পরবর্তীতে সেই নামে যদি যদি ডোমেইন না পান তাহলে অন্য নামের ডোমেইন নিয়ে পেইজের নাম পরিবর্তন করে নিবেন।
ডোমেইন নিয়ে বিস্তারিত ক্লাস আসবে, আপনার ডোমেইন আপনাকেই কিনতে হবে।
আমি চাচ্ছি আমার পছন্দের ডোমেইন নিয়ে নিতে। তার জন্যে কি ক্লাসের অপেক্ষা করব নাকি এভেইলেবল ডোমেইন নিয়ে নিব?
যেই নাম সিলেক্ট করেছেন, ঐ নাম আপনার সাপোর্ট এক্সিকিউটিভকে দেখিয়ে, তারপর ওনার গ্রিন সিগনাল পেলে কিনে ফেলুন।