আসসালামু আলাইকুম, অবশেষে আমি আজ থেকে ওয়েবসাইট এর মাধ্যমে এড রান করতে পেরেছি। এর পিছনে যার সবচেয়ে বড় অবদান ছিলো আমার একাউন্ট ম্যানেজার @সোহরাব ভাই এর। ডোমেইন হোস্টিং কিনা থেকে শুরু করে আজকে এড রান পর্যন্ত তিনি আমার সাথেই ছিলেন। মাঝখানে আমি একটু হতাশায় পড়ে যাই কারন ভাইকে ঠিক মতো পাচ্ছিলাম না। আবার পেলেও আমি আবার তখন ব্যস্ত থাকি। সব মিলিয়ে আমি হতাশায় পড়ে যাই। অবশেষে আমার একাউন্ট ম্যানেজার @সোহরাব ভাই সবগুলো সমস্যা সমাধান করে দিয়েছেন। আমার জন্য দোয়া করবেন। সোহরাব ভাইয়ের প্রতি দোয়া ভালোবাসা রইলো আমাদেরকে সাপোর্ট দাওয়ার জন্য। সেই সাথে স্টেপ আপ এর প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।।