আসসালামু আলাইকুম। আমরা যারা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করব তাদের প্রধান সমস্যা হচ্ছে প্রোডাক্টসোর্সিং নিয়ে।প্রাথমিকভাবে আমরা সাপ্লাই এর কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করব, পরবর্তীতে যখন আমাদের ব্যবসা স্কেলেবল হবে তখন আমাদের সোর্সিং কিভাবে করতে হবে এ বিষয়ে প্লিজ ডিটেইলস আলোচনা রাখবেন। বর্তমানে অনেকে আলি বাবা আলি এক্সপ্রেস থেকে কিভাবে প্রোডাক্টসোর্সিং করা যায় এর জন্য ও কোর্স করায়।যেটা আমরা ওয়ার্কশপে পাব আশা রাখছি ।