নিশ সিলেকশন এর ব্যাপারে খুব কনফিউজড ছিলাম, তাই আজ আমার সাপোর্ট এক্সিকিউটিভ (রনি তালুকদার) এর সাথে যোগাযোগ করলে, তিনি আমাকে আমার ফ্রি টাইম হিসাব করে বাংলাদেশ টাইম রাতের ১টায় (সৌদি টাইম ১০) কল দেয় এবং খুব সুন্দর করে সবকিছুই ডিটেইলস আলোচনা করে বুঝায় দিলেন যা আমার কাছে অনেক ভালো লাগছে। সবচেয়ে বেশি অবাক লাগছে, আমি একজন প্রবাসী বলাতে তিনি তার অফিস টাইম (সকাল ১১টা থেকে রাত ৯ টা) হিসাব না করেই আমাকে রাতের ১ টায় সাপোর্ট দেওয়ার জন্য না ঘুমায় অপেক্ষায় ছিলেন। শুধু ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে, তাই ওনার জন্য মন থেকে দোয়া এবং ভালবাসা রইলো❤️ সাথে সাথে ফাহমিদ ভাইয়ের প্রতি ভালবাসা আরো বেড়ে গেল। কারণ অনেক মেন্টর শুধু মুখেই বলে ২৪ঘন্টা সাপোর্ট দিবে কিন্তু কাজে দেখা যায় কোর্স কিনার পরে ওনাকে গুগুলে সার্চ করেও পাওয়া যায় না। বাংলাদেশে বর্তমানে কোর্সের ছড়াছড়ি কিন্তু স্টেপআপ এর মতো সাপোর্ট সিস্টেম আর কোথাও পাওয়া যাবে বলে আমার মনে হয়না। আর একজন লার্নারের জন্য এটাই সবচেয়ে বেশি দরকার। কারণ কারা সাপোর্ট ছাড়া যদি সবকিছু ভিডিও দেখেই শিখা যেত তাহলে, সবাই সবকিছুতে এক্সপার্ট হয়ে যেত।