Here’s the refined version of your text in Bangla:
“প্রোডাক্ট সোর্সিং এর ব্যাপারে কোর্স থেকে কোনো হেল্প করা হবে কি না, আগে বলেছিলাম। বলা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ গাইড আসবে। আমার কথা হলো, প্রোডাক্ট সোর্সিং করতে না পারলে নির্দিষ্ট নিস্ সিলেক্ট করে লাভ কি? আর প্রোডাক্ট ঠিক না করতে পারলে সংশ্লিষ্ট নাম বা ডোমেইন ঠিক করবো কিভাবে? অর্থাৎ, প্রোডাক্ট সোর্সিং ছাড়া আর কিছুই করতে পারছি না। এই অবস্থায় আমি কি কোনো ধরনের সাহায্য আশা করতে পারি?”
প্রোডাক্ট সোর্সিং এর যাদের প্রবলেম রয়েছে তাদের জন্য। এই ওয়ার্কশপের শেষের দিকে আমাদের ড্রপ শিপিং ফ্যাসিলিটি চালু করা হবে। ইনশাআল্লাহ
আপনি কি প্রোডাক্ট সোর্সিং করতে চান? আমাদের মধ্যেও কিন্তু অনেকে আছে সোর্সিংয়ে অভিজ্ঞ। তবে নিজেদের মধ্যে সহায়তার সুযোগ আছে কিনা, স্টেপআপের পলিসিও জানি না।
মেম্বারদের নিজেদের মধ্যে প্রোডাক্টসোসিং এর ব্যাপারে নেটওয়ার্কিং বাড়ানোর জন্য। একটি কমিউনিকেশন চ্যানেল করে দেয়া হবে। এটি ওয়ার্কশপের শেষের দিকে এনেবল করা হবে।
eiat e to problem
ভাই, প্রোডাক্ট সোর্সিং করা কথা ভাবার পাশাপাশি আগে লো-কম্পেটিটিভ নিশ সিলেক্ট করুন। তারপর প্রাথমিক যত যাবতী কাজ আছে, সেগুলো সেরে ফেলুন।
আগাতে আগাতে অনেক আইডিয়া পেয়ে যাবেন। এই পৃথিবীতে ১০০% প্লান নিয়ে এই পর্যন্ত কোনো বিসনেসই শুরু হয় নি। শুরু করুণ, সমস্যা আসবে, এটার সমাধানের আইডিয়াও তৈরি হবে।
প্রোডাক্ট সোর্সিং এর জন্য শত পথ বর্তমানে আছে। জাস্ট আপনাকে খুঁজে বের করতে হবে। নিজের মধ্যে এই খুঁজাখুঁজির মনোভাব তৈরি করতে হবে।
Thanks
right
সেইম এ বিষয় গুলো নিয়ে আমিও চিন্তা আছি তাই কোন একশান নিতে পারছিনা!