আমার বিষয় টা হলো আমাদের এখানে কিছু মেম্বার আছে যাদের আগের থেকে সব কিছু রেডি আছে আবার কাহারো অনেক কিছু রেডি আবার কেহ একদম নতুন এখন ঠিক আছে নিয়ম অনুয়ায় ক্লাস হচ্ছে এটাতে সমস্যা না কিন্তু আমাদের মত যারা সব কিছু রেডি বা বেশীর ভাগ রেডি তাদের কে যদি স্যার একটু ভালো ভাবে সাপোর্ট এর ব্যবস্হা করেন তাহলে আমাদের জন্য একটু উপকার হতো কারণ আমাদের কে বলা হচ্ছে আপনি আপনারা অপেক্ষা করেন ক্লাস অনুযায় সাপোর্ট দেওয়া হবে এটা আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে প্লিজ স্যার আমাদের বিষয় একটু চিন্তা করবেন ধন্যবাদ প্রিয় ফাহমিদ স্যার
বেসিক থেকে অ্যাডভান্স এই অনুসারে ক্লাসের মডেল গুলো সাজানো হয়েছে।
যাদের অলরেডি বিজনেস আছে তাদের জন্য ডেডিকেটেড সাপোর্ট এখন থেকেই চালু করা হয়েছে।
আপনার মতামত প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ
আমিও এক মত