মিনিমাম 400টাকা প্রফিট না হলে একটা পার্সেল থেকে ওই ব্যবসা টিকে থাকবে না বলা হয়েছে। কিন্তু 400টাকা প্রফিট করতে হলে প্রোডাক্ট এর প্রাইস থাকতে হবে মিনিমাম 1000টাকা। এখন এই রেঞ্জ এর মধ্যে তো সব রকম প্রোডাক্ট পরে না। খুজতে খুব কষ্ট হচ্ছে । আর এই রেঞ্জ এর প্রোডাক্ট কিছু আছে যা সেল হবে কিনা তা নিয়ে ও সন্দেহ থাকে ভিতরে। কি করতে পারি ? কোনো কম্বো অফার যদি দেই তাহলে তো প্রতিযোগী দের থেকে পিছিয়ে যাবো কারণ ওরা সিঙ্গেলও বিক্রি করে। আর কম্বো তে ও 400টাকা প্রফিট করা যাবে কিন্তু প্রাইস টা মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে ।
৪০০_৫০০টাকা পফিট মার্জিন ধরে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। ফাহমিদ স্যার নিস সিলেকশনে এভাবেই বলেছেন।কারন এখানে এড কস্ট, প্রোডাক্ট সোর্সিং প্যাকেজিং এসবের খরচ এর মধ্যেই রাখতে হবে।