যদিও আমার প্রশ্ন টা বোকা বোকা, তারপর ও রাখছি। প্রশ্নঃ যদি কোন উইনিং প্রডাক্ট আপনারা(ষ্টেপআপ) এবং আমি স্বম্মিলিত ভাবে নির্ধারন করি, সে ক্ষেত্রে প্রডাক্ট সোর্সিং টা যদি দেশের বাইরে হয়, সে ক্ষেত্রে ষ্টেপআপ কোনো সহযোগিতার হাত বাড়াবে কি না? এখানে সহযোগীতা মানে, দরুন প্রডাক্ট মিনিমাম একটা পরিমান ষ্টক করা।
প্রোডাক্ট সোর্সিং আপনাকেই করতে হবে। এখন পর্যন্ত এমন কোনো সিস্টেম স্টেপ আপে চালু করা হয়নি, হলে আপডেট পাবেন।
kotha ta thik bolche. asa kori ata korle amader jono betar hobe. aor sobai mile ata korle onek kom tk bebsa kora jabe
সোর্সিং এ steup থেকে সহযোগিতা কামনা করছি। আমাদের স্বল্প পুঁজির ব্যবসা । সোর্সিং করতে গিয়ে যদি প্রতারিত হই তাহলে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে।
আমরা যারা ব্যবসায় একদমই নতুন, সোর্সিং আমাদের একটি বড় চিন্তার বিষয়। এই বিষয়ে আমি StepUp থেকে একটি উল্লেখযোগ্য support আশা করি।
সোর্সিং এ
stepup থেকে সহযোগিতা কামনা করছি।
আমাদের স্বল্প পুঁজির ব্যবসা সোর্সিং করতে গিয়ে যদি প্রতারিত হই বা বেসি দাম দিএয়া কিনি তাহলে আমরা competition এ অন্য ব্যবসাহি তেকে পিসিএ পরবো
প্রডাক্ট সোর্সিং খুব বেশী কঠিন কিছু না, প্রথম দিকে হয়তো বা একটু প্রাইজ ১৯/২০ হতে পারে। উইনিং প্রডাক্ট সিলেক্ট করা টাফ।