♥ক্যাম্পেইন রান করার আগে অবশ্যই তো গুরুত্ব দিতে হবে ভিডিও কন্টেন ওপর । তো আমরা তো অনেকেই কনটেন্ট কিভাবে হবে কেমনে হবে জানি না । কন্টেন্ট ভিডিও অন্য কারো দ্বারাই তৈরি করা যাবে কি না। এবং আপনার কাছে প্রোডাক্ট এর কনটেন্ট তৈরি করার জন্য কোন এজেন্সি আছে কিনা প্লিজ জানাবেন
কন্টেন্ট ভিডিও আপনি নিজেও তৈরি করতে পারেন আবার অন্য কারো দ্বারাই তৈরি করতে পারবেন ভালো হলেই হবে। কনটেন্ট কিভাবে তৈরি করতে পারেন বা কনটেন্ট চেক করার জন্য আমাদের Dedicated consultancy support জুম এর মাধ্যমে পাবেন। support Executive থেকে লিঙ্ক নিতে পারবেন।
কন্টেন্ট রিলেটেড সাপোর্ট এর জন্য আমাদের নিশ এন্ড কন্সালটেন্সি সাপোর্ট রয়েছে। সেখানে সব ধরণের গাইডলাইন পাবেন কিভাবে আপনি কন্টেন্ট বানালে ভালো হয়, কোন বিষয় হাইলাইট করতে হবে, সকল কিছুর দিকনির্দেশনা। আর কন্টেন্ট আপনাকেই মেইক করতে হবে আমরা এর কোয়ালিটি যাচাই করে আপনাকে এড রানের পরামর্শ দিবো কিংবা ইম্প্রুভমেন্টের।