- এক বছর পর ক্লাউডের মাসিক পেমেন্টের জন্য কেমন ধরনের কার্ড বানাতে হবে?
- আর ক্লাউড মেনেজ করার জন্য ১ বছর পর থেকে stepup কে mounthly কত টাকা ফি দিতে হবে?
- ক্লাউডের জন্য একসাথে ১২০০ টাকা দেওয়া আমাদের জন্য কঠিন হয়ে যায়? ৬ মাসের জন্য ৬০০০ এবং ৬ মাস পর আবার ৬০০০ এভাবে পেমেন্ড সিডিউল করা যাবে কিনা? একসাথে যদি ১২০০ হাজার টাকা দেওয়া লাগেই তবে ১ মাস পর থেকে আমার কোন সমস্যার যদি ব্যাবসা বন্ধ রাখতে হয় তাহলে বাকি ১১ হাজার টাকা কি ফেরত পাব?
- ফ্রি বুটক্যাম্পে বলা হয়েছিল ওয়েবসাইট বানানো ,এড ক্যাম্পেইন,সার্ভার সাইট ট্রেকিংসহ ভিবিন্ন বিষয় একদম শূণ্য থেকে দেখানো হবে ওয়ার্কসপে । এসব বিষয়কি ওয়েবসাইট দেওয়ার পর শিখানো হবে নাকি আমাদের মত করে শিখে নিতে হবে ফ্রি বুটক্যাম্পে যা যা দেখানো হয়েছে তার উপর বেইজ করে?
আসসালামু আলাইকুম…
ওয়েবসাইট ম্যানেজমেন্ট, সার্ভার সাইড ট্র্যাকি্ মেটা মারকেটিং সবগুলোর উপরেই বিস্তারিত ক্লাস দেওয়া হবে ।এই সবগুলো বিষয় আপনাদেরকে শেখানো হবে।এক বছর পর আপনাদের আপনাদের মান্থলি কত টাকা দিতে হবে বিবেচনা করা হচ্ছে। ক্লাউডের এর জন্য আপনাদেরকে একসাথে সবকিছু পরিশোধ করতে হবে কারন কাজটা আমাদেরকে ম্যানুয়াল্লি করতে হয় ।