আমার ডুয়াল কারেন্সি কার্ড না থাকায় নেমচিপ থেকে ডোমেইন কিনতে পারছিলাম না। এ বিষয়ে আমি আমার সাপোর্ট এক্সিকিউটিভকে জানালে StepUp এর মাধ্যমে তিনি ডোমেইন কেনার ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ, আমি সহজেই নিজের পছন্দের ডোমেইন বুঝে পেয়েছি।
তাই StepUp এবং আমার সাপোর্ট এক্সিকিউটিভ অলিউল্লাহ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।