সবার স্ট্রেন্থ এর জায়গা এক না। আমরা যদি সবাই সবাইকে হেল্প করতে পারতাম তাহলে লার্নিং টা আারও সহজ এবং ইফেক্টিভ হত। আমাদের কে নেটওয়ার্কিং এর সুযোগ না দিলে আমরা অনেক জায়গায় পিছিয়ে যাব।বিজনেস এর ক্ষেত্রে নেটওয়ার্কিং টাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যার নেটওয়ার্ক যত ভালো তার বিজনেস টা গ্রো করতে তত বেশি সুবিধা পাওয়া যায়।এই বিষয় টা নিয়ে ফাহমিদ ভাইয়ের কি কোনো প্ল্যান আছে? কোনো ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন। ধন্যবাদ।
লার্নিং এর পরবর্তী সময়ে এই নেটওয়ার্কিং এর জন্য মাধ্যম করে দেওয়া হবে।
amader to sourcing er somoy o network onek kaje lagbe seita kivabe cover korbo?
Thank you for Information
বিষয়টা মনে হয় কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত আমাদের একটি নেটওয়ার্কিং করার সুযোগ দেওয়া হয়।
এই বিষয় টা অনেক গুরুত্বপূর্ণ, ফাহমিদ ভাই আমাদের এই বিষয় টা দেখবেন আশা করি। প্রোডাক্ট সোর্সিং, নেটওয়ার্কিং, নলেজ শেয়ারিং, পার্টনারশিপ এর সুযোগ, এগুলা দরকার। আমি আমার কি একাউন্ট মেনেজার এর সাথে এই বিষয় কথা বলেছিলাম। তিনি বললেন আগে আমরা শিখতে, এগুলো পরে ফাহমিদ ভাই সুযোগ করে দিবেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন।
Other platform they highly encourage to make network before start business. Please let us make networking before starting our business. Doing alone is very difficult sometimes impossible.
এই বিষয় টা অনেক গুরুত্বপূর্ণ, ফাহমিদ ভাই আমাদের এই বিষয় টা দেখবেন আশা করি।
প্রোডাক্ট সোর্সিং, নেটওয়ার্কিং, নলেজ শেয়ারিং, পার্টনারশিপ এর সুযোগ, এগুলা দরকার।
আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন।
একটি কথা ভুলে গিয়েছিলাম, যদি ফাহমিদ ভাই পারমিশন দেয়,,তাহলে ঔ বিষয়ে সাহায্য করবো। ধন্যবাদ।
100% right….আমিও এই বিষয়ে সহমত পোষণ করিতেছি।
আসলেই কি নেটওয়ার্কিং জরুরি? মনে করেন আমি একটা উইনিং প্রোডাক্টস পাইলাম এখন এইটা আমি কেনো অন্যের সাথে share করবো আর share করলে এভেলেবেল জিনিসের কম্পিটিশন অনেক বেড়ে যায়। তখন সেল করা অনেক কঠিন হয়ে যাবে। তখন নেটওয়ার্কের দরকার যখন আমরা সবাই একই কোম্পানিতে কাজ করব পার্টনার হিসাবে এইটা আমার মনে হয়।
নেটওয়ার্কি মানে ব্যাবসার ভাগ বা কম্পিটিশন বাড়ানো না, নেটওয়ার্কিং এর মাধ্যমে ব্যাবসা বড় করা বা যার যা স্কিল আছে সেই সার্ভিস সেল করা,
লেট মি এক্সপ্লেইন, আমি এমন কিছু সার্ভিস সেল দেই যা এখানের 99℅ মানুষের লাগবে, তো আমিও সেল দিতে পারছিনা বা আমার কাজের মাধ্যমে যে আপনার ব্যাবসা বা সার্ভিসের একটা মেজর প্রবলেম সলিউশন হবে সেটাও আপনারা জানতেছেন নাহ, তো ইনডেড সবাই পিছাই যাচ্ছি নেটওয়ার্ক এর জন্য,
সহজভাবে বললে নেটওয়ার্ক মানে ব্যাবসার পার্টনার শেয়ার করা না, প্রবলেম শেয়ার করা যা নেটওয়ার্ক এর মধ্যে যে কেউ খুব সহজে সমাধান করবে নাহ হয়ে রাস্তা বের করবে,
হোয়াটেভার আশা করি ফাহমিদ ভাই কাইন্ডলি ব্যাপার টা দেখবেন, এখানে কেউ হোলসেল এর বিজনেস করবে কেও রিটেইল এর তো আমার কথা হচ্ছে যদি হোলসেল যে দিবে তার প্রোডাক্ট এর মান ভালো থাকে তাহলে শুধু নেটওয়ার্ক বা নিজেদের মধ্য কমিউনিটি না থাকায় একজন আরেকজন থেকে সার্ভিস নিতে পারবে না, ব্যাপার টা কেমন না? তো লস তো নিজেদের ই হইলো?