ফাহমিদ ভাই চ্যাপ্টার ২ এর ক্লাস এর সময় বলেছিল যারা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করবে তাদের জন্য একটা ফ্রম দিবে। কিন্তু এখনো সেটা দেওয়া হয়নি আমার জানা মতে, আর দেওয়া হলেও আমি পাই নি এই বিষয় নিয়ে হেল্প করবেন।
আর ভাই বললো, চ্যাপ্টার ৪ এর পর আর কোনো নিস সিলেকশন নিয়ে কোনো ক্লাস আসবে না। কিন্তু নিস সিলেকশন এ তো ডিজিটাল প্রোডাক্ট আর সার্ভিস নিয়ে কথা বলেছে ভাই। কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে তো কোনো ক্লাসই ভাই দেয় নি। ফিজিক্যাল প্রোডাক্ট এর নিস সিলেকশন নিয়ে কি কোনো ক্লাস দিবে না ভাই?
ধন্যবাদ।
ফর্ম এখন দেওয়া হবে না। পূর্ববর্তী ওয়ার্কশপের জন্য আমাদের ফর্ম রেডি করেছিলাম। কারণ তখন আমাদের সাপোর্ট সিস্টেম তুলনামূলক ফাস্ট ছিলনা। এখন আমাদের সাপোর্ট সিস্টেম অনেক ফাস্ট এবং এডভান্স। তাই এই বিষয়ে আপনার সাপোর্ট এক্সিকিউটিভ এর সাথে আলোচনা করবেন সে আপনাকে ইনস্ট্যান্ট সাপোর্ট দিবে।
আর ভিডিও পাবলিশের ক্ষেত্রে আপনাদের প্রয়োজন এবং সময়ের উপযুক্ততা বিবেচনায় ভিডিও আপলোড করবেন ফাহমিদ স্যার।
ধন্যবাদ
আসসালামু আলাইকুম , ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে ক্লাশ আসবে । আর ফ্রম টা দেওয়া হবে না , আপনার সাপোর্ট এক্সিকিউটিভ কে জানান তাহলেই হবে। ধন্যবাদ