<span;>আমি নিশ সিলেকশন ব্যাপারে কিছু বিষয় নিয়ে ক্লিয়ার ছিলাম না। এ বিষয়ে আমার সাপোর্ট এক্সিকিউটিভ স্যার বুলবুল আহমেদ কে জানালে উনি আমাকে ডেডিকেট বিজনেস কনসালটেন্সি জুম সাপোর্ট এ কানেক্ট করিয়ে দেন। সেখানে আমার সমস্যা গুলো নিয়ে কথা বলার পর আমি বুঝতে পারি যে আমার আসলে কি করা উচিৎ। জুম সাপোর্ট এ আমাকে অনেক সময় নিয়ে আমার সকল প্রশ্নের উত্তর এমন ভাবে দেন আমি সত্যি স্যাটিসফাইড। আশা করব এভাবেই Stepup আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। ধন্যবাদ জানাই ফাহমিদ স্যার কে এবং Stepup এর সবাইকে।