আমি এখন ও বুঝতে পারি নাই কীভাবে নিশ সিলেকশন করবো। কোন নিশ আমার জন্য ভালো হবে।
এ ব্যপার কি একাউন্ট ম্যানেজারনকে জানালে ওনি বলেন এটা সম্পন্ন আপনার ওপর আপনি কোনটা ভালো পারবেন।
আমাকে আর একটু ভালো মত সাহায্য করলে নিশটা সিলেকশন করতে সুবিধা হতো আমার। নিশ ভুল করলে ত সামনে আগাতে পারবো না”
আশা করি সাহায্য করবেন আপনার। ধন্যবাদ,
নিশ্ সিলেকশনের ভিডিওটা ভালো করে দেখুন।
আপনার সাপোর্টিং এক্সিকিউটিভ কে বলুন আপনার জন্য নিশ সিলেকশনের সাপোর্টে একটি স্লট বুক করে দিতে।
আমারও নিস সিলেকশনে সমস্যা হচ্ছে। কি করতে পারি।
আমার কেনো যেনো মনে হচ্ছে এই Workshops টা beginner
দের জন্য না
আপনার কোথাও ভুল হচ্ছে । আমি একজন beginner বাট আমি তো সব কিছু ভালো ভাবে বুজতে পারতেছি । আর যেটা বুজতে সমস্যা হচ্ছে সেটা আমার সাপোর্ট এক্সকিউটিভ এর থেকে সমাধান করে নিতেছে । তা হলে আপনি কেন নই । আপনার লারনিং এর জন্য সময় দিতে হবে । ভিডিও গুলা খুব ভালো মন দিয়ে দেখেন অ্যান্ড সে গুলা প্রাক্টিস করেন আসা করি আপনি ও ভালো কিছু করবেন । কোথাও কোনো সমস্যা হলে আপনার সাপোর্ট এক্সকিউটিভ এর থেকে পরামশ নিন ।
ধন্যবাদ, সামনে ভালো কিছু হতে যাচ্ছে ইনশাআল্লাহ ।