নিশ সিলেকশনের ক্লাসে বলা হয়েছিল একটা ফর্ম দেওয়া হবে যেখানে কে কোন নিশ নিয়ে কাজ করবে তা পূরণ করে দিতে হবে। ফর্ম কি দেওয়া হয়েছে, আমি এখনো কোনো ফর্ম পাই নাই। ফাহমিদ ভাই বলেছিল যাদের ইনভেসমেন্ট নাই তারা যেন নিশ হিসেবে ডিজিটাল সার্ভিস সিলেক্ট করে। যেহেতু আমার ইনভেসমেন্ট নাই তাই আমি ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করতে চাচ্ছি। কোর্সের কনটেন্ট তো সবার জন্যই একই। সেক্ষেত্রে সার্ভিস বলতে কি আমি কি অন্যের বিজনেসের মার্কেটার হিসেবে কাজ করব নাকি আমাকে কোনো এজেন্সিতে জব করতে হবে। এই স্কিল শিখে কি ফ্রিল্যান্সিং করতে পারবো বা একটা এজেন্সি রান করতে পারবো?
ডিজিটাল সার্ভিসে স্কীলফুল হলে আপনি জব করতে পারবেন ,ফ্রিল্যান্সিং করতে পারবেন , অন্যের বিজনেসে মার্কেটের হিসেবে কাজ করতে পারবেন।
পরবর্তীতে ডিজিটাল সার্ভিস এজেন্সি রান করতে পারবেন।