হাই, আমি এখন ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করতে চাচ্ছি (ফেইসবুক অ্যাড +সার্ভার সাইড ট্র্যাকিং)। আমার ইচ্ছা আমি আগে এই স্কিল গুলো শিখে, স্কিল গুলো সেল করে তারপরে ডিজিটাল প্রোডাক্ট এর দিকে যাবো। কিন্তু এই ক্ষেত্রে হয়তো অনেক সময় লাগবে। তখন যদি এই ওয়ার্কশপটা শেষ হয়ে যায় তখন কি আমি স্টেপ আপ থেকে যে ৩টা ডিজিটাল সফটয়ার দিবে সেগুলো ক্লেম করতে পারবো?কিংবা এই ওয়ার্কসপ এ ডিজিটাল সার্ভিস + ডিজিটাল প্রোডাক্ট এই দুইটা নিয়ে একসাথে কাজ করা যাবে কিনা ?
ধন্যবাদ সবাইকে|
আসসালামু আলাইকুম, শুরুতে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে উৎসাহিত করে ফাহমিদ স্যার । তারপরেও যদি আপনার ডিজিটাল প্রডাক্ট লাগে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ