স্যার, সালাম নিবেন।
আমি যে নিশ পিক করেছি তা দুই ফরমেটেই সেল করা যাবে।
যেমন-১) ফিজিক্যাল প্রডাক্ট হিসাবে আবার
২) ডিজিটাল প্রডাক্ট হিসাবে।
আর এ প্রডাক্টটি আমি নিজেই তৈরি করেছি বর্তমানে আপডেট করছি।
ফিজিক্যাল প্রডাকটির নিজস্ব প্রডাকশনের জন্য দু-একটা মেশিনারিজ কিনলেই হবে অথবা বাহির থেকেও করিয়ে নেয়া যেতে পারে তাতে যতই প্রয়োজন হউক।
যেহেতু ৪ থেকে ৫ বছর পূর্ব থেকেই এ প্রডাকটি আমার নিজস্ব প্রতিষ্ঠানে ফিজিক্যালি প্রয়োগ করছি ও করে যাচ্ছি এবং এর ফলাফলও ভালো পাচ্ছি। তাই আমি চাচ্ছি সারা বাংলাদেশে এটি সেল করতে। আমি এও জানি এর চাহিদা সারা বাংলাদেশে আছে ও থাকবে।
এবং প্রতি বছরই এর নতুন নতুন ক্রেতা তৈরী হয় তবে এর উপকারীতা সম্পর্কে সঠিকভাবে উপস্থাপন করে কাস্টমারের কাছে যাওয়া।
এখন আমার প্রশ্ন হলো-
আমার ভাবনা চিন্তা দ্বারা বাস্তবিক অভিজ্ঞতা ও জ্ঞান দ্বারা তৈরীকৃত প্রডাকটি কত খানি ব্যবসায়িক সফল প্রডাক্ট হবে সে সম্পর্কে বিশদ আলোচনা করা দরকার অবিজ্ঞদের সাথে। সেটা কিভাবে সম্ভব?
যেহেতু আমার প্রডাকটি একটি জীবন চক্রের মতো এর মাঝে অনেক বিষয় রয়েছে যা নিয়ে অভিজ্ঞদের সাথে আলোচনা করতে চাই। তা ছাড়া এর সাথে যুক্ত রয়েছে আপ সেলিং প্রডাক্টও যা নিয়েও কথা বলা দরকার।
আমার প্রডাক্টটের কম্পিটিটর কারা তাও বুঝতে একটু কষ্ট হচ্ছে।
তা ছাড়া প্রডাক্ট এর স্যাম্পলও দেখাতে চাই তা ঠিক ঠাক আছে কিনা বা হচ্ছে কি না।
মোট কথা আমার পরিকল্পনার সব কিছু আপনাদের সাথে শেয়ার করেই কাজে নামতে চাই।
তাই লিখে লিখে এসবকিছু বোঝানো সম্ভব নয়। আপনাদের সাহায্য সহযোগীতা আমার খুবই দরকার কিভাবে এর সমাধান পেতেপারি তার একটা সু-ব্যবস্থা করলে খুব উপকৃত হতাম।
আপনাদের পরামর্শের অপেক্ষায় রইলাম।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, প্রতিদিন সকাল 10 টা থেকে রাত 10 টা পর্যন্ত নিশ এবং কনসালটেন্সি বিষয়কে একটা Zoom ডেডিকেটেড সাপোর্ট চলে। আপনি আপনার সাপোর্ট এক্সিকিউটিভ কে বলে নিশ এবং কনসালটেন্সি ডেডিকেটেড সাপোর্টে কানেক্ট হবেন । সেখানে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ
স্যার, নতুন ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।