ফাহমিদ ভাইয়া বলেছে যত তারাতাড়ি সম্ভব নিশ সিলেকশন করতে, এখন ফিজিক্যাল প্রোডাক্ট সিলেক্ট করতে চাচ্ছিলাম, কিন্তু আমার তেমন ইনভেস্টমেন্ট নাই, একদম নাই বললেই চলে, তাই আমি চাচ্ছিলাম ড্রপ শিপিং করতে, ড্রপ শিপিং করে কি এই ওয়ার্কশপে সবকিছু ম্যানেজ করা সম্ভব হবে? নাকি ফাহমিদ ভাইয়া যে ডিজিটাল প্রোডাক্ট গুলো দিবে সেগুলো নিয়ে কাজ করলে বেশি ভালো হবে? এটা নিয়ে একটু কনফিউশানে আছি।
দয়া করে যদি সাজেশান দিতেন খুবই উপকৃত হতাম।
নিশ সিলেকশন ও কনটেন্ট বিষয় ডেডিকেটেড সাপোর্ট আছে ।আপনার সাপোর্ট এক্সিকিউটিভ কে বলবেন , আপনার জন্য একটি স্লট বুক করে দিতে। ঐখানে আপনি এক্সপার্টদের সাথে আলোচনা করে গুরুত্বপূর্ণ মতামত নিতে পারবেন।