আমি গত ২০১৯-২০২৩ পর্যন্ত ডিজিটাল প্রডাক্ট নিয়ে কাজ করেছি, তবে ২০২৩ সালের মাঝের দিকে ফিজিক্যাল প্রডাক্ট নিয়ে কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখিন হই। যেমন সঠিক কাষ্টমারের কাছে এড পৌছানো, পন্য প্যকেজিং, ইত্যাদী। তবে আমার কাছে অনেক ফিজিক্যাল প্রডাক্ট স্টক রয়েছে।
আমি নিশ নির্বাচন করতে পারছিনা, যে কোনটা নিয়ে কাজ করলে বেশি ভালো হবে। এই বিষয়টি নিয়ে stepup এর কাছে সাহায্য চাচ্ছি।