আস্সালামুআলাইকুম
আমি টেকনিক্যাল অনেক কিছুই জানি। আমার গোল হলো আমি নিজে ভালো ভাবে শিখে একটা বিজনেস দাঁড় করবো। আমি মেন্টের এর ক্লাস টা করে ঠিক করেছি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করবো। সব ধরণের প্রুস্তুতি নিচ্ছি। এবং রেডি ও আছে। নিশ বিষয়ে অনেক কিছুই জানি। কিন্তু কোন নিশ নিয়ে কাজ করলে ভালো হবে সেই জন্য হেল্প দরকার।
আসসালামু আলাইকুম…
আপনার অবস্থান,আর্থিক পুজি,সময়, আরও অনেক বিসয় এর উপর বিবেচনা করে উত্তর দিতে হবে। যা লিখে বুঝানো সম্ভব নয়।
আপনি আপনার Support Executive এর সাথে আলোচনা করতে পারেন।
প্রস্ন করার জন্য ধন্যবাদ আপনাকে।