আমরা যারা নতুন একবারে শূন্য থেকে ব্যবসা শুরু করছি তারা কি ব্যবসার প্রথম দিন থেকেই পেইড মার্কেটিং করতে পারব? কারণ আমি শুনেছি “পিক্সেল সেটআপ এর পর ১৫-২০ দিন লাগে ফেসবুক এর ডাটা গুলো learn করত। এর জন্য নাকি শুরুতে পেইড মার্কেটিং করলে cost বেশি পরে”। কথাটি কতটুকু সত্য? আর যদি তাই হয় তাহলে আমরা যারা নতুন তারা কি ১৫-২০ দিন পর পেইড মার্কেটিং campaign চালাবো?
শুরুতেই আপনি পেজে আপনার প্রোডাক্ট রিলেটেড কন্টেন্ট পাবলিশ করবেন সেটা ভিডিও অথবা ছবি বা লিখে হতে পারে। এতে আপনার অডিয়েন্স ওয়ার্মআপ হবে।পরবর্তী তে আস্তে আস্তে পেইড মার্কেটিং এ যাবেন