গতকাল আমার সাপোর্ট এক্সিকিউটিভ রাসেল ভাইয়ের সাথে কথা বললাম। সার্ভিস সেল নিয়ে আমার যা সমস্যা ছিল সবটা সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। সব থেকে যেটা বেশি ভাল লাগে তা হল তিনি কখনও না বলেন না। এটা পারবেন না, ওটা হবে না, এটা আপনার জন্য না এমন কথা আমি ভাইয়ের কাছে কখনও শুনিনি। ধন্যবাদ ফাহমিদ আল নাইম ভাই কে এমন টিমের জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।