আমার সাপোর্ট এক্সিকিউটিভ সোহানুর রহমান সোহান ভাই, অসামান্য অমায়িক এবং ভীষণ আন্তরিক একজন মানুষ। নিস্ সিলেকশনে আমার সমস্যাটার, তিনি চমৎকার দক্ষতার সাথে উপযুক্ত একটা পথ দেখিয়ে দিয়েছেন। এছাড়াও ডিসকর্ডের বেসিক লেভেলে আমার একটা সমস্যা তিনি হাতে ধরে শিখানোর মত করে শিখিয়েছেন। তার প্রতি সবচেয়ে বেশী মুগ্ধতা ছড়ায় তার বিনয়ভরা বাচনভঙ্গি। আমি তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আল্লাহ তাকে এর উত্তম প্রতিদান দান করুন। পাশাপাশি সবিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের ম্যান্টর ফাহমিদ ভাইকে, যার সৌজন্যে আমরা এই ধরনের উন্নততর সাপোর্ট সিস্টেম উপভোগ করতে পারছি। সকলকে ধন্যবাদ ❤️
আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন , Step up টিম যেন আপনাদের এভাবে সহযোগিতা করে যেতে পারে।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য। আশাকরি ভালো কিছু হবে ইনশাল্লাহ।