Reviews
আসসালামু আলাইকুম
আল্লাহর রহমতে এত সুন্দর একটা প্লাটফর্ম এ যুক্ত হতে পেরে আমার অনেক ভাল লাগেছে।বুট ক্যাম্প থেকে শুরু করে দিন যতই যাচ্ছে ভাল কিছু শিখতেছি।ধন্যবাদ ফাহমিদ ভাইকে।সেই সাথে আরও ধন্যবাদ যানাচ্ছি সাব্বির ভাইকে যিনি আমাকে অলটাইম সাপোর্ট দিয়ে থাকেন।যখনই আমি এস এম এস করি তখনই সাথে সাথে আমাকে সাপোর্ট দেন।আজও আমি অ্যাড লাইব্রেরি এবং গুগুল শিটে কিভাবে লিস্ট করব তা বুঝতেছিলাম না উলট পালট করতেছিলাম সাবিবর ভাই আমাকে এসএম এস করা মাত্রই সাথে সাথে কারেকশন করে দিয়েছেন। ধন্যবাদ ভাইকে।সেই সাথে জুম সাপোট সম্পকেও বা বল্লেই নয়।এক কথায় অসাধারণ সবকিছু। ইনসআল্লাহ আমার সাথে যারা সহ যোদ্ধা আছেন আমরা সাকসেসফুল হবই। সকলেই সবার জন্য দোয়া করব।
আপনার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। সাপোর্ট কিভাবে আরো ভালো করা যায় এবং কিভাবে আপনারা আরো বেশি উপকৃত হবেন আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেই চলেছি, ইন শা আল্লাহ। ধন্যবাদ আপনাদের স্টেপআপের সাথে থাকার জন্য।