ধন্যবাদ আমার সাপোর্ট এক্সিকিউটিভ absrahatdx Hossain Patwary @ স্যার কে। আমার ডোমেইন এবং হোস্টিং মেনেজ করে দিয়েছে। ফাহমিদ ভাই ২য় ক্লাসে বলেছিলেন সাপোর্ট এক্সিকিউটিভ রা প্রয়োজনে আমাদের কম্পিউটারে এসে প্রভলেম সলভ করে দিবে। মনে একটা প্রশ্ন ছিলো এটা কি করে সম্ভব আমি কোথায় আর আমার সাপোর্ট এক্সিকিউটিভ কোথায় উনি কি করে আমার পিসিতে এসে কাজ করবেন? আমি আজ তার প্রমাণ পেলাম। আমার ডোমেইন হোস্টিং কানেক্ট করে দিয়েছেন জুম এর মাধ্যমে। মজার বিষয় হচ্ছে absrahatdx Hossain Patwary @ করেছে আমার লেপটপ এ এসে। জমু এক্সেস এর মাধ্যমে আমাকে কিছু ই করতে হয় নাই। আমি জাস্ট বসে বসে দেখছিলাম উনা কাজ গুলো করতেছে আমরা ই পিসিতে । অতি অল্প সময়ে ডোমেইন এবং হোস্টিং এর কানেক্টে করে দিয়ে সার-ভারের সাথে এক্টিভ করে দিয়েছেন। এই রকম সাপোর্ট অনলাইনে কোথাও পাওয়া যায় না। অফ লাইনেও পাওয়া যায় কিনা সন্দেহ আছে।ধন্যবাদ Fahmid Al Nayem Nayeem@ স্যার এবং stepup up@ টিমকে। এবং ধন্যবাদ দিলেও কম হয় absrahatdx Hossain Patwary @ স্যার কে সব সময় এ রকম ডেলিকেটেড সাপোর্ট দেয়ার জন্য। সবার জন্য দোয়া রইল।