আজকেই প্রথম ডেডিকেটেড বিজনেস সার্পোট কনসালটন্সি নিয়েছি। সবার আগে ধন্যবাদ জানাই ফাহমিদ আল নাইম স্যার কে এত সুন্দর ডেডিকেটেড সার্পোট সিষ্টেম তৈরি করার জন্য।আমাকে মিম মেডাম এবং মোস্তাকিন স্যার দুইজন কনসালটেন্সি দিয়েছে। ওনারা দুইজনই খুব ভালোভাবে আামার প্রশ্নগুলো বুঝে সমাধান দিয়েছে। ওনাদের ব্যবহারও যথেষ্ট ভালো ছিল।মোস্তাকিন স্যার যেভাবে ভেঙে ভেঙে বিষয়গুলো বুঝিয়েছে তা সত্যি অসাধারণ। মিম মেডাম এবং মোস্তাকিন স্যার দুইজনই প্রশংসার দাবিদার।
আশা করছি ভবিষ্যতেও এমন ভালো সাপোর্ট পাবো স্টেপআপ এর পক্ষ থেকে।
ধন্যবাদ।