আলহামদুলিল্লাহ, গতকাল আমার Support Executive সোহানুর রহমান ভাই ফোন দিয়েছিলেন। পরিচিত হলাম তার সাথে। আমার কাছে তাকে, মাশাআল্লাহ ভীষণ চমৎকার একজন মানুষ বলে মনে হয়েছে। তার সাথে কথা বলে আমি খুবই সন্তুষ্ট, পাশাপাশি এটাও আশ্বস্থ হলাম, Stepup এর সাথে আমার এই শিক্ষা সফর মশৃণ ও আনন্দদায়ক হতে চলেছে। ফাহমিদ ভাইকে অফুরন্ত ধন্যবাদ, কারণ বুটক্যাম্পে দেয়া প্রতিশ্রুতিগুলো তিনি একে একে পূরণ করে যাচ্ছেন। ফাহমিদ ভাই, সোহান ভাই সহ Stepup এর সকলকে আল্লাহ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন।