আসসালামু আলাইকুম আশাকরি সবাই ভালো আছেন । ফাহমিদ স্যারের সব ক্লাস তো যারা দেশে কাজ করতে চায় তাদের ডেডিকেট করে করা,এখন আমার যানা মতে আমরা কিছু সংখ্যক মানুষ আছি দেশের বাহিরে আছি, যারা দেশের বাহির আছি তাদের জন্য একটা উপদেশ বা পোডাক্ট নিশ নিয়ে কথা বলে আমরাও একটু উপকিরত হতাম ।
- ইনশাআল্লাহ stupup বিষয় টা দেখবে
দেশের বাইরে নিশ আপনাকেই সিলেক্ট করতে হবে স্যার, সেখানে স্পেসিফিক কোন প্রোডাক্ট ভালো চলবে সেটা আপনি মার্কেট রিসার্চ করে বের করবেন। কারণ আপনি যেই দেশে অবস্থান করছেন, সেখানে আপনার কোন জিনিস প্রয়োজন , সময়োপযোগী প্রডাক্ট আপনার চেয়ে ভালো কেউই নির্বাচন করতে সক্ষম নয়।
বাকি সকল গাইডলাইন স্টেপ আপ হতে পাবেন।
আশা করে বুঝাতে পেরেছি স্যার।