আমাদের দুইটি ডিভাইসে এক্সেস প্রদান করলে- আমাদের সকলের বিশেষ উপকার হয়। কারণ মোবাইল এবং ডেক্সটপ বা ল্যাপটপে সুবিধা এবং প্রয়োজনতার দিক থেকে সম্পূর্ণ ভিন্নতা হবার পরেও কোনটির প্রয়োজনীয়তাই কোন অংশে কম নয়। এ কারণে, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিবেচনা করে- দুইটি ডিভাইসের এক্সেস প্রদান করলে আমাদের কোর্সের সার্বিক উন্নয়নের গতি আরো বৃদ্ধি পাবে। এ বিষয়ে টিমের কি ম্যানেজারের সাথে আলোচনা করলে তিনি জানান- স্টেপ আপ-এর নিরাপত্তার স্বার্থে এই সুবিধা দেয়া সম্ভব নয়। যদিও তিনি এই বিষয়টি ম্যানেজমেন্ট কে অবহিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবেন। আমার মতামত, বিষয়টির সার্বিক দিক বিবেচনা এবং এর যৌক্তিকতর বিষয়টি বিবেচনা বকরলে- অবশ্যই একটি সুন্দর সমাধান সম্ভব। আশা করি স্টেপ আপ-বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখবে।
জি, এই বিষয়টি আমরা ম্যানেজমেন্টকে অবগত করেছি ।খুব শীঘ্রই এই বিষয়ের উপরে আপনারা আপডেট পাবেন
ধন্যবাদ। সেই আশাতেই আছি, খুব দ্রুত এই বিষয়ে সমাধান পাবো।
বিশেষ করে যারা জব করে তাদের জন্য এই ব্যবস্থা অর্থাৎ দুইটি ডিভাইসে এক্সেস প্রদান করলে- আমরা অনেক উপকৃত হতাম।