আমি একটা ডোমেইন নিতে চাচ্ছি, আমার ডুয়াল কারেন্সি কার্ড ও আছে. কিন্তু কিভাবে নিজের কার্ড থেকে নিতে হয় সেটা জানিনা। কেউ হেল্প করলে ভালো হতো.
বিঃ দ্রঃ আমি আমার একাউন্ট ম্যানেজার কে বলছি। তিনি আমাকে একটা ফর্ম দিয়েছেন পূরণ করার জন্য। কিন্তু ওই ফর্ম পূরণ করলে আমাকে বিকাশ/নগদ থেকে পেমেন্ট করতে হবে. কিন্তু আমি আমার কার্ড দিয়ে নিতে চাচ্ছি।
আপনি যদি নেমচিব থেকে ডোমেন নেন তাহলে আপনার ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে নিতে পারবেন ।আর যদি আমাদের থেকে ডমিন নিতে চান তাহলে বিকাশ নগদ ব্যবহার করে নিতে পারবেন। আমাদের ফর্মটা পূরণ করলেই হয়ে যাবে।
আপনার যেহেতু কার্ড আছে আর আপনি নিজেই নিতে চাচ্ছেন সেহেতু নেম চিপ থেকে একাউন্ট করে নিয়ে নেন
কিভাবে নিতে হয় সেটা জানিনা বলেই হেল্প চাচ্ছি। যদি একটু দেখিয়ে দিতেন উপকার হতো.
আপনি যদি আপনার কার্ড দিয়ে নিতে চান তাহলে কার্ড এ ডলার এনডোরস করতে হবে । সে ক্ষেত্রে পাসপোর্ট লাগবে।