আমি তো জানতাম আমাদের কে একটা পরিপূর্ণ ওয়েবসাইট তৈরী করে দিবে সাথে ডোমেইন হোস্টিং সহ যত প্ল্যাগ ইন লাগে সব। এখন তো ডোমেইন হোস্টিং আমদেরর কিনতে হবে অন্য কথা শুনলাম।
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
আসসালামু আলাইকুম ডোমিন হোস্টিং StepUp থেকে দেওয়া হবে সেইটা কোথাও বলা হয়নি । আপনার বুঝতে ভুল হয়েছে।
ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের মেইন নাম যেটা দিয়ে মানুষ আপনার ওয়েবসাইটে ঢুকবে, আর হোস্টিং হচ্ছে কোন একটা স্পেস বা জায়গা যেখানে আপনার সাইটের যাবতীয় তথ্যগুলো সংরক্ষিত থাকবে।
ওয়েবসাইট হলো টেক্সট, অডিও, ভিডিও এবং গ্রাফিক্স এর সমন্বয়ে তৈরি ওয়েব পেজ। ওয়েবসাইট এক বা একের অধিক ওয়েব পেজ নিয়ে গঠিত হয়। মূলত আমরা ইন্টারনেট ব্যবহার করা বলতে ওয়েবসাইট ভিজিট করাকে বুঝি।
আমরা যখন কোনো ওয়েব ব্রাউজার সফটওয়্যারে URL প্রবেশ করি তখন আমাদের সামনে যে ভিজুয়াল দৃশ্য প্রদর্শিত হয় তা মূলত একটি ওয়েবসাইটের মূল পেজ। এই মূল পেজের সাথে আরও অন্যান্য পেজ যোগ করে ওয়েবসাইট তৈরি করা হয়। আর আমরা এইটা করে দিবো । ডোমিন, হোস্টিং আপনার নিজের কিনতে হবে। ধন্যবাদ
আমার মনে পড়ে ক্লাউড হোস্টিং এর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছিল দেয়ার কথা। এখন ব্যক্তিগতভাবে ক্লাউড হোস্টিং নিতে আনুমানিক কত টাকা খরচ করা লাগতে পারে একটা ধারণা যদি পেতাম ভালো হতো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান কমেন্টসটি করার জন্য।
স্টেপ আপ থেকে যারা ওয়েবসাইট পেয়েছে, প্রত্যেকেই তারা নিজেরাই ক্লাউড হোস্টিং ক্রয় করেছে অথবা তাদেরকে ক্লাউড হোস্টিং ক্রয়ের ক্ষেত্রে সাহায্য করা হয়েছে।
ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোর্সে ক্লাউড হোস্টিং এর ম্যানেজমেন্ট এবং খরচ সম্পর্কে ভিডিও থাকবে।
আপনার কোথাও ভুল হচ্ছে , Workshop মেম্বার দের ফ্রিতে ক্লাউড হোস্টিং দেওয়া হবে সেইটা কখনো বলা হয়নি। আপনি কোন ভিডিওতে দেখেছেন ভিডিওটা আমাদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ
আমি ও তো এটাই জানতাম ফুল কমপ্লিট ওয়েবসাইট ফ্রি তে দেওয়া হবে। এখন এখানে এসে অন্যকিছু শুনছি যে ডোমেন হোস্টিং নিজেদেরকে কিনতে। বিষয় গুলো খুব একটা ভালো লাগছেনা। ফাহমিদ ভাই এর দৃষ্টি আকর্ষণ করছি। আপনার মতামত জানতে চাচ্ছি।
ডোমেইন হচ্ছে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম যেটা আপনি নির্ধারণ করবেন এবং ডোমেনটির এক্সেসও আপনার কাছে থাকবে।
আর হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইটটি যে কম্পিউটারে আপনি রক্ষণাবেক্ষণ করে রাখবেন।
তাই আপনি যতদিন ওয়েবসাইটের মাধ্যমে আপনার ব্যবসা পরিচালনা করবেন। ততদিন এই দুইটির এক্সেস আপনার নিজের হইতে হইবে এবং এর পরিচালনা আপনাকে করতে হবে।
ডোমেইন ও হোস্টিং আপনি কিভাবে পরিচালনা করবেন সে বিষয়ে ভিডিও থাকবে। ধন্যবাদ