ওয়ার্কশপে আসার আগে বলা হয়েছিল যে ওয়ার্কশপে আসলে আমাদের একটা টাকাও খরচ করতে হবে না সব ওরাই দিবে, তো আমি ওইদিন কি একাউন্ট ম্যানেজার এর সাথে কথা বললাম ডোমেইন এর জন্য তো উনি বললো যে ডোমেইন নাকি আমার পারচেস করতে হবে, কিন্তু আমাদের তো বলা হয়েছিলো যে সম্পূর্ণ ওয়েবসাইট তারা দিবে যা যা লাগে।
কিন্ত এখন আমার প্রশ্ন টা হচ্ছে যে ডোমেইন হোস্টিং কি আমাদের পারচেস করতে হবে?
আপনি ভুল ধারনা পোষন করে আসছেন। ডোমেইন হোস্টিং ওয়েবসাইটের আওতাভুক্ত নয়, এটি সম্পূর্ণ আলাদা বিষয়। কোথাও বলা হয়নি আপনাদের ডোমেইন হোস্টিং দেওয়া হবে। যে বক্তব্য শুনেছেন তা গিভওয়ে উইনার এর সম্পর্কে ছিলো।
ডোমেইন হোস্টিং আপনাকেই কিনতে হবে।
এটা কোন গিবওয়ে উইনারে বলে নাই এটা ফ্রি বুট ক্যাম্প এর ক্লাসে ফাহমিদ ভাইয়া বলছে যে ওয়ার্কশপে জয়েন হওয়ার পর এইসব নিয়ে কোন টাকা খরচ করতে হবে না যা যা লাগে সব আমরাই দিবো এটা বলছে। হ্যা ডোমেইন হোস্টিং দেওয়া হবে কোথাও বলে নি তবে এটাও তো বলে নি যে কি কি দেওয়া হবে আর কি কি দেওয়া হবে না, বলছে যে যা যা লাগে সব আমরা দিবো। আর ডোমেইন হোস্টিং ওয়েবসাইটের আওতাভুক্ত হয় না কিভাবে! ডোমেইন ছাড়া কি ওয়েবসাইট হয় নাকি?
কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন