- ডোমেইন হোস্টিং যদি আমরা ১৫০০০ টাকা দিয়ে কিনি তাহলে ওয়েবসাইট টা ফ্রী হলো কিভাবে।
- Digital ocean ম্যানেজমেন্ট যদি আমাদেরকে শিখানো না হয় তাহলে আমরা পরবর্তীতে যদি ডিজিটাল সার্ভিস দিতে চাই তাহলে আমরা কিভাবে দিব এটা।
- উপরের দুইটা বিষয়ের মধ্যে মনে হয় গ্যাপ আছে এ বিষয়গুলো নিয়ে আমাদের সাথে ভালোভাবে ডিসকাস করা উচিত
আস্সালামুআলাইকুম ।
আপনাদেরকে Stepup থেকে একটি website দেয়া হবে। একটি ই-কমার্স ওয়েভসাইটে অনেক ধরনের ফাংশনালিটি এক্টিভ করতে হয়। যেগুলোর জন্য অনেক প্রিমিয়াম প্লাগিন ব্যবহার করতে হয়। এজন্য একটি ই-কমার্স সাইট তৈরি করতে মিনিমাম ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়ে যায়। Stepup আপনাদেরকে website তৈরি করে দিবে। কিন্তু ডোমেইন এবং হোস্টিং এর জন্য যে টাকা প্রয়োজন হবে সেটা আপনাকেই মেনেজ করতে হবে। ওয়েবসাইট ,ডোমি্ন, হস্টিং প্রতিটা জিনিস আলাদা।
আমরা কখনো বলি নাই যে আপনাকে ডমিন- হোস্টিং আমরা কিনে দেব। আমরা বলেছি ওয়েবসাইট দিব আমরা ওয়েবসাইট দিতেছি।
Digital ocean ম্যানেজমেন্ট যদি আপনাদের শিখানো হবে। Course আসবে no problem.
আমাদের কোন গ্যাপ নেই আপনি বুঝতে ভুল করেছেন অথবা এই বিষয়ে আপনার পর্যাপ্ত জ্ঞান নাই.
ধন্যবাদ
Digital ocean ম্যানেজমেন্ট আমাদেরকে কি শেখানো হবে এবং এটা কোন ক্লাস থেকে শুরু হবে।
সেটা টিক অছে কিন্তু এই ওয়েবসাইট 1 বছর পর তো রি নিউ করতে আবার 15/20 হাজার টাকা লাগবে যারা ব্যবসা রান করবে তাদের তো কোন সমস্য নাই কিন্তু যারা একনই রান করাতে পারছে না তারা যারা শকার জন্য ওয়েবসাইট নিবে তাদের তো আর প্রফিট আসছে না যা সেকান থেকে টাকা কাটবে।
আমি কি বোঝাতে চেয়েছি হয়তো তা বুজতে পারছেন।