প্রথমত ধন্যবাদ জানাই ফাহমিদ আল নাঈম স্যারকে । কারণ Stepup এর মত এমন একটি প্লাটফর্ম উপহার দেবার জন্য। এর সাথে ধন্যবাদ জানাই রাহাত হোসাইন পাটোয়ারী ভাই ও Stepup এর সকল সদস্যকে । আমি একদম নতুন হওয়ায় ডোমেইন, হোসটিং কিনতে পারছিলাম না । তাই রাহাত হোসাইন ভাইকে জানাই , তিনি ২৯/০৬/২৪ তারিখে ডোমেইন, হোসটিং কিনে দেন এবং ৩০/০৬/২৪ তারিখে জুম সাপর্টের ব্যবস্থা করে দেন। সাপর্ট থেকে আমার ডোমেইন হোসটিং কানেক্ট করে দেন। আজ ১০/০৭/২০২৪ তারিখে সাপোর্ট থেকে ইশতিয়াক ভাই ও ফজলে রাব্বি ভাই আমকে ওয়েবসাইটি বুঝিয়ে দেন। আর এই সব কিছু সুন্দরভাবে পরিচালনা করেছেন রাহাত হোসাইন পাটোয়ারী ভাই। তাই আমি আশা করি Stepup এভাবেই আমাদের সাথে থাকবে সব সময়।