আমার সাপোর্ট এক্সিকিউটিভ রাশেদুল ভাই অত্যন্ত ভালো মনের মানুষ। আমি যখনই কোন বিষয় বোঝতে পারিনা তখন ভাইকে নক দিই, ওনি আমাকে সাথে সাথে বিষয় গুলো বুজিয়ে বলেন। আমার কার্ড নাই সেই কারণে ডোমেইন কিনতে পারছিলাম না. রাশেদুল ভাইকে বলার সাথে সাথে আমাকে একটা লিংক দিল ওঠা পুরণ করেছি ,এর কয়েক ঘণ্টার পর আলহামদুল্লিহ আমি ডোমেইন পাইছি ভাইয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এভাবেই support দিয়ে যাবেন ইনশাআল্লাহ।