আলহামদুলিল্লাহ আজকে আমার একাউন্ট ম্যানেজার sohorab hossain ভাইয়ের মাধ্যমে ডোমেইন এবং হোস্টিং কিনা থেকে শুরু করে Dns checker পর্যন্ত ডেডিকেটেড সাপোর্ট নিলাম। যেটা ভাই নিজে জুমে কানেক্ট থেকে সমাধান করে দিয়েছে। তাছাড়াও যখন কোনো খুটিনাটি সমস্যায় পড়েছি তখনও sohorab hossain ভাই যথাযথ সাহায্য করেছেন। পরিশেষে এইটাই বলবো ধন্যবাদ ফাহমিদ ভাইকে এইরকম একটা সাপোর্ট সিস্টেম তৈরি করার জন্য। যতদিন ব্যবসা করবো stepup এর সাথে থেকেই করবো ইনশাআল্লাহ।