আমি বিজনেসে একবারেই নতুন। কি নিয়ে কাজ করবো কিছুই জানিনা। কোন আইডিয়া ও ছিলোনা। আমার Key account manager Mostakin Ahmed Khan ভাই এতোটাই হেল্পফুল একজন মানুষ উনার কথা বলে শেষ করতে পারবো না। নিশ সিলেকশন থেকে শুরু করে প্রতিটা বিষয় উনি আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়ে যাচ্ছেন। ভাইকে কিছু বললে উনি আমাকে ফোন দিয়ে সব সমাধান করে দেন। আপনার প্রতি সত্যিই অনেক কৃতজ্ঞ থাকব ভাই। আপনি অনেক ভালো একজন মানুষ। আল্লাহ আপিনাকে ভাল রাখুক। ধন্যবাদ Step Up টিম এবং আরো ধন্যবাদ জানাই কাউসার ভাইয়াকে যিনি আমাকে আজকে জুম সাপোর্টে অনেক সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আসলে অনেকদিন ধরে আমি সাপোর্ট নিতে চেয়েছিলাম কিন্তু সাপোর্ট নিতে পারি নাই আমার ব্যস্ততার কারণে আমি আমার Key account manager Mostakin Ahmed Khan ভাইকে গতকাল বলেছিলাম সে আমাকে বলেছে আজকে সময় দিতে আমাকে জুম সাপোর্টে আমার প্রবলেম গুলোর কথা বলার জন্য তো সেখানে আমি বললাম আমার প্রবলেমের কথা বলার পরে কাউসার ভাইয়া আমার সমস্যাগুলো শুনেছেন |শোনার পরে আমার প্রবলেমের সলিউশন গুলো সে সুন্দর করে বুঝিয়ে বলেছেন | আমি আপনাদের প্রত্যেকের সাপোর্টে অনেক সেটিসফাই এভাবে সাপোর্ট পেলে আমরা সবাই ইনশাআল্লাহ অনেক ভাল কিছুই করতে পারবো আশা করি | কাউসার ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এভাবেই আমাদের সাথে থাকবেন আমরা যেন এভাবে এগিয়ে যেতে পারি step Up এর সাথে | অসংখ্য ধন্যবাদ |আসসালামু আলাইকুম