এখানে অনেকেই দেখছি, প্রায় প্রতিটি ক্ষেত্রে সাপোর্ট এর আশা করছেন, যা অনুচিত।
কেননা, বিজনেস মানে শুধু সেল জেনারেট করতে পারা না। বিজনেস মানে প্রবলেম সলভিং। আপনাকে প্রবলেম সলভ করার মানসিকতা থাকতে হবে। আপনার সামনে যত রকমের সমস্যা আসবে, চেষ্টা করবেন সেই সমস্যা নিয়ে রিসার্চ করে কোন একটা সমাধান খুজে বের করতে। বর্তমান যুগে ইউটিউব, গুগল, ফেসবুক, এআই (চ্যাট জিপিটি) ব্যাবহার করে প্রায় ৮০% সমস্যা সমাধান করা সম্ভব। একটু সময় লাগবে, কিন্তু নিজে নিজে সমস্যা সমাধান করতে পারলেই আপনি গেইনার। পুরোটা না হোক, অন্তত ৭০% প্রবলেম সল্ভ করতে পারলেই হবে। বাকিটা স্টেপ আপ এর সাপোর্ট তো আছেই।
কিন্তু কোন রকম রিচার্স না করে, সমস্যার মুখোমুখি হয়েই সেটা নিয়ে প্রশ্ন করাটা যৌক্তিক বলে আমি মনে করি না।
যারা টেকনিক্যালি উইক, তাদের জন্য করণীয় কী?
আপনাদের জন্য আমার পরামর্শ হলো, যে বিষয়ে জানতে চান, সেটার যে কোন একটা কী-ওয়ার্ড দিয়ে গুগল করুন, দেখবেন একটার পর একটা প্রশ্ন পেয়ে যাবেন সেই রিলাটেড। সেখান থেকে তথ্য সংগ্রহ করুন। অনেক আর্টিকেল পড়ুন, ইউটিউবেও সেইম ভাবে খুজে খুজে আপনার সমস্যা সংক্রান্ত ভিডিও দেখুন। আপনার মষতিস্ককে সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যান। দেখবেন, কিছুদিনের মধ্যেই আপনি সেলফ-লার্নার হয়ে উঠতে পেরেছেন, যা আপনার বিজনেস কে গ্রো করতে অনেক হেল্প করবে।
ধন্যবাদ
ধন্যবাদ স্যার
Yes! agree with you
You Are Right