ইসলামী ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি কার্ড নিয়েছি!
এখন প্রশ্ন হচ্ছে, এই কার্ড দিয়ে কি সরাসরি ডোমেইন কিনতে পারবো?
নাকি আবার ডলার ইন্ডোজ করতে হবে?
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
এনডোর্স করা লাগবে।
তবে ভাই ২ হাজার ডলারের বেশি এনডোর্স দিবেনা। City/Brac Try করেন
Endorse করা লাগবে।
তবে আপনাকে Suggest করব , Brac/City Try করেন, কারন IBBL থেকে ২ হাজার ডলারের বেশি Endorse দিবেনা
ধন্যবাদ
প্রথমে আপনার পাসপোট টা ডলার এনডোজ করাতে হবে তারপর আপনার কার্ডে আপনি কত ডলার নিবেন সেটা বাংক থেকে নিতে হবে তারপর আপনি ডোমেইন নিতে পারবেন।
ডলার এনডোর্সমেন্ট ছাড়াতো আপনে ডলার ব্যববহার করার আনুমতি পাবেন না তাই দেশের সব ব্যাংকের জন্যেই এটা আবশ্যক তবে ডলারের কাজ করার জন্যে এইসব ব্যাংক বাদ দিয়ে EBL,BRAC,CITY এর মতো স্মার্ট ব্যাংক ট্রাই করবেন এর কারন এনডোর্সমেন্ট করতে গেলেই বুঝতে পারবেন।
Brac bank ডলার ইন্ডরস বন্ধ আছে ভাইয়া
আমার ফ্রেন্ড ব্রেক জব করে খবর নিয়ে বন্ধ আছে এমন আপডেট পাইনি। EBL এর ডেবিট কার্ডে শুধু বন্ধ আছে।
ডুয়েল কারেন্সি কি কার্ড , মাস্টার নাকি ভিসা ? যেটাই হোক , আপনাকে ডলার ইন্ডোরস করতে হবে । তবে ইসলামী ব্যাংক ডলার ইন্ডোরস বন্ধ রেখেছিলো। চালু করেছে নাকি জানা নাই । ডলার ইন্ডোরস করার পর ইন্টারন্যাশনাল ই-কমার্স অনলাইন ব্যাঙ্কিং চালু করতে হবে।
আগে ডলার এন্ডোজ করে নিতে হবে, তারপর থেকে কেনাকাটা করতে পারবেন.
You have to Endorse Dollar then you can purchase.
আপনার ভ্যালিড পাসপোর্ট দিয়ে ইন্দসমেন্ট ওন করে ডলার ইন্ডোজ করতে হবে, তারপর আপনি ডমিন কিনতে পারবেন।
ডলার ইন্ডোজ করতে হবে। আমি ইসলামি ব্যাংক এর কার্ড বেবহার করি। ডলার ইন্ডোজ করে তার পরে domain কিনেছি আমি।
পাসপোর্ট দিয়ে ইনডোর্স করে নিতে হবে
একটি পার্সপোট দিয়ে একের অধিক ডুয়েল কারেন্সি কার্ড করা যাবে?