Payoneer থেকে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড নিলে ভালো হবে নাকি?
বাংলাদেশে কোন ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি কার্ড নিলে ভালো হবে?
অভিজ্ঞদের পরামর্শ চাই .
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
সব ব্যাংকই ভালো তবে এগুলো বেস্ট।
EBL, BRAC, CITY, DBBL Etc.
vai ami to IFIC bank theke nichi ata kemon bank ?
১ টি পাসপোর্টে ব্যাংক বছরে ১২০০০ ডলার অ্যান্ড্রোজমেন্ট দিবে,২ ব্যাংক থেকে ২ টি কার্ড এ ডলার এন্ডরোসমেন্ট করলে প্রথমে কত ডলার প্রতি কার্ডে এন্ডরোসমেন্ট করলে ভালো হবে?
EBL, BRAC, City বাংকের ডুয়েল কারেন্সি নিতে পারেন তবে EBL কিছু সময়ের জন্যে ডলার এনডোর্সমেন্ট বন্ধ রাখছে। আপনার বেদিশি আয় না থাকলে পায়নিয়ার কার্ড মেইনটেইন করা কঠিন হবে।
ফাইবার থেকে আমার প্রতি মাসে ১00-২০০ ডলার আসে, এক্ষেত্রে নেওয়া ঠিক হবে
পায়নিয়রে ৩০ ডলারের একটা বার্ষিক চার্জ থাকে যেটা আন্য সব বাহিরের কোম্পানির তুলনায় এক্সপেন্সিভ তবে বাংলাদেশের কার্ড থেকে খরছ কম পড়বে তাই নিতে পারেন তবে আপনার দেশি টাও বেকাপ রাখতে পারেন বিশেষ করে ব্যাংক একাউন্ট করতে না চাইলে প্রিপেইড কার্ড।
EBL or CITY এই দুইটার মধ্যে একটা প্রিপেইড কার্ড নিয়ে নেন। আমিও নিলাম EBL lifestyle Card টা।
Thank you bhai