ফেসবুকে এড রান সাথে বিভিন্ন বিদেশী ওয়েবসাইটে ডলারে পে-মেন্ট করার জন্য কোন ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড নেওয়া ভালো হবে?? শুনেছি অনেক ব্যাংকের কার্ডে ডলার ইউজ করার লিমিড থাকে! সেক্ষেত্রে কোন ব্যাংকের কার্ড নিলে সবচেয়ে ভালো হবে? অভিজ্ঞ দের মতামতের অপেক্ষায় রইলাম! ধন্যবাদ…
সব ব্যাংকই ভালো তবে এগুলো বেস্ট।
EBL, BRAC, CITY, DBBL Etc.
Thank You Sir
Nice, Helpfull
আপনি যত গুলা ব্যাংকের কার্ডই ব্যবহার করেন না কেন, সর্বোচ্চ ১২০০০ ডলার ব্যবহার করতে পারবেন
UCB BANK নিতে পারেন সার্ভিস ভালো পাবেন। Last EBL এ কথা বল্লাম তারা দিতে পারছে না।
EBL, BRAC, City বাংকের ডুয়েল কারেন্সি নিতে পারেন আর ১২ হাজার ডলারের লিমিট থাকে যেই লিমিট শেষ হলে পরিবারের কারোটা দিয়ে ট্রাই করতে পারবেন।