ফাহামিদ ভাইয়া বললো যে, একটি এড একাউন্ট যদি ডিজেবল হয়ে যাই সে ক্ষেত্রে ঐ এড একাউন্টে ব্যাবহারকৃত কার্ড দ্বিতীয়বার আরেকটি এড একাউন্টে ব্যবহার না করার জন্য। এখন প্রবলেম হচ্ছে যদি আমার ৫টি এড একাউন্ট ডিজেবল হয়ে যাই তাইলে আমার টোটাল ৫টা কার্ড ইউজলেজ হয়ে যাবে নতুন করে কার্ড কিভাবে ম্যানেজ করবো?
আপনার একটি এড একাউন্ট ডিজেবল হয়ে গেলে আপনি তা ফাইন্ড আউট করবেন কি কারনে আপনার এড একাউন্ট ডিজেবল হয়ে গেছ।পরবর্তীতে যাতে এই প্রবলেমটা না হয় এই বিষয়ে খেয়াল রাখবেন। আপনি ভুল করে আপনার পাঁচটা এড একাউন্ট কেন আপনি ডিজেবল করবেন?
আপনি এড ম্যানেজারের টার্মস গুলো ভালো করে পড়বেন যাতে আপনার এড ম্যানেজার একাউন্ট ব্যান না হয়।