আসসালামু আলাইকুম
নিস সিলেকশনের ৪ টা পার্টই ভালোভাবে দেখে শেষ করেছি আলহামদুলিল্লাহ। এখানে আমি বুঝতে পারলাম যে আমার কোন নিসে যাওয়া উচিৎ। আমি ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করতে চাই এবং এজেন্সি বিল্ডআপ করতে চাই। পরবর্তীতে আমাদের এজেন্সি থেকেই ডিজিটাল প্রোডাক্ট এর বিজনেস রান করতে চাই। কারণ অনেকগুলো কাজ করার পরে আমাদের ডিজিটাল প্রোডাক্ট এর উপর মোটামুটি ভালো একটা নলেজ থাকবে। আমার মতো আর কারা এজেন্সির দিকে যেতে চাচ্ছেন? আর আমাদের উচিত আপাতত একটা নিসের উপর ফোকাস রেখে কাজ করা। আমরা যারা ডিজিটাল পসার্ভিস নিয়ে কাজ করবো আমাদের সকল বিষয়ে ভালো নলেজ থাকতে হবে আর এক দুইটা বিষয়ের উপর মাস্টার হতে হবে। এবং প্রচুর রিচার্জ করতে হবে।
ফাহমিদ ভাই যে ক্রাইটেরিয়া দিছে নিস সিলেকশনের জন্য তা খুবই সাজানো গোছানো। নিস সিলেকশনে অনেক হেল্প হয়েছে। এখন শুধু নলেজ গেইন করা আর প্রেক্টিস করা। ইনশাআল্লাহ ভালোকিছুর অপেক্ষায়। ফাহমিদ ভাই যে চাইছিলেন যে স্টেপআপ লোকাল মার্কেটে ডিজিটাল মার্কেটিং সেক্টরে প্রথম সারিতে থাকতে চাই আশাবাদী যে দেশে স্টেপ-আপ ভালো একটা পজিশনে যাবে।
সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।
দোয়া ও শুভকামনা রইল।