আসসালামু আলাইকুম।
আমরা যারা ডিজিটাল মার্কেটি সার্ভিস সেল করবো আমাদের জন্য ত এত দামি ক্লাউড হোস্টিং মনে হচ্ছে দরকার নাই। আবার সিয়ার হোস্টিং বা অন্য হোস্টিংও নেওয়াও ঠিক হবে না ইউজার এক্সপেরিয়েন্স খারাপ হবে। এক্ষেত্রে আমাদের ডিজিটাল সার্ভিস প্রোভাইডারদের জন্য কি আরো কম মূল্য বা আরেকটু নরমাল কোনো ক্লাউড হোস্টিং প্যাকেজ তৈরি করা যায়? এক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে। কারণ আমাদের ওয়েবসাইট থাকা লাগবে বাট এত ভিজিটর ত আসবে না। বিষয়টি একটু ভেবে দেখার অনুরোধ রইলো।
ধন্যবাদ স্টেপআপ টিম।
ভাই ভালো জিনিসের দাম টা সবাই একটু ভালই থাকে। তারপরও আমরা চেষ্টা করেছি আমাদের যত সর্বনিম্ন প্যাকেজ আছে সেটা আপনাদের জন্য রাখার।
আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ ভাই
hmm, thik bolechen
ভাই আজকে হয়তো এই জিনিসটা আপনার লাগবে না কিন্তু আপনি যখন ডিজিটাল সার্ভিস এর উপর এজেন্সী রান করবেন তখন ঠিকই প্রয়োজন হবে। আর আপনি যদি বর্তমান অবস্থায় শুধু মাত্র পোর্টফোলিও শো করতে চান তবে একটা নরমাল ওয়েবসাইট বিল্ড করতে পারেন আর একটা মোটামুটি লেভেলের হোস্টিং রাখতে পারেন ইনিশিয়াল পর্যায়ে । কারণ স্টেপ আপ থেকে আমরা যারা সার্ভিস করবো তাদেরকে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সী একদম ফুললি রান করা যায় তেমন ওয়েবসাইট দিবে।
আপনি চাইলে কিছুদিন পরেও স্টেপ আপ থেকে আপনার ওয়েবসাইটটা ক্লেম করতে পারবেন।
ধন্যবাদ।
জি বুঝেছি। ধন্যবাদ ভাই। তবে এজেন্সির জন্য হলেও সার্ভিস ওয়েবসাইটে তেমন ভিজিটর নেওয়া লাগবে না বা আসবে না। কারণ ব্যবসায়ী ও এত বেশি নেই। আর এখানে আমরা মিটিং করে কনভিন্স করবো। ওয়েবসাইটে তেমন কাজ নেই। জাস্ট লিড কালেক্ট করা আর ফোর্টফুলিওর জন্য।