আসসালামুআলাইকুম । আশা করি সবাই ভাল আছেন ।আমরা যারা ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করব তাদের করনীয় কি। আমাদের কিভাবে সামনে আগানু দরকার । আমাদের কী মার্কেটপ্লেসে একাউন্ট করা দরকার বা গীগ পাবলিশ করা দরকার অথবা মার্কেটপ্লেসের বাইরে কীভাবে কাজ পাওয়া যাবে এই সব বিষয় কীভাবে জানব, নাকি আমাদের কে এই সব বিষয়ে পরিপূর্ণ ধারণা দেয়া হবে। ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম , আপনি অবগত আছেন যে এটি একটি বিজনেস ওয়ার্কশপ। আপনি বিজেনস ওয়ার্কশপ থেকে বিজনেস রিলেটেড সাপোর্ট এর পাশাপাশি ডিজিটাল সার্ভিস সম্পর্কে জানতে পারবেন,শিখতে পারবেন এবং কাজ করতে গিয়ে সমস্যা দেখা দিলে সাপোর্ট পাবেন। কোর্স রিলেটেড সাপোর্ট ব্যতীত, নিজের পরিচিত অথবা নিজের Client এর জন্য কোন এক্সট্রা সাপোর্ট নিতে পারবেন না।, আপনি যদি কোন ধরনের মার্কেটপ্লেসে যেমন Fiverr, Upwork এ কাজ করতে চান সেইক্ষেত্রে StepUp Technology Ltd. এর পক্ষ থেকে আপনাকে মার্কেটপ্লেস রিলেটেড কোন প্রকার সাপোর্ট দেওয়া হবেনা।ধন্যবাদ।