ডিজিটাল সার্ভিস নিয়ে ফেসবুকে কেউ বুস্ট করছে এমন কাউকেই পাইনি আমি, প্রায় ১০০ কোম্পানির লিস্ট করেছি কিন্তু কেউ বুস্ট করেনি, সবাই সবার সার্ভিস নিয়ে এমনি পোস্ট করেছে, যারা ডিজিটাল সার্ভিস দেই তাদের মার্কেট প্লেস কোনগুলো এবং কোথা থেকে কাজ নেই? আমি আমার প্রতিদ্বন্দ্বী কাউকেই খুজেই পাচ্ছি না তারা কোথা থেকে কাজ নিচ্ছে! এবং আরো প্রশ্ন হচ্ছে আমি বিদেশি কাস্টমার কীভাবে কোন মার্কেট প্লেস এ পাবো?
AmarSolution এর ৬টা অ্যাড চলতেছে এই রকম আরও অনেক কোম্পানি বুস্ট করছে। আপনি সঠিক পথে research করতে পারছেন না।