ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আর কোন ক্লাস আসবে নাকি?
এখন পর্যন্ত যে ক্লাস দেখেছি সেখানে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বেসিক ক্লাস হয়েছে।
এবং ডিজিটাল প্রোডাক্ট বলতে শুধু সফটওয়্যার না আরো অনেক কিছু থাকতে পারে সেই বিষয়ে কি নতুন কোন ক্লাস আসবে নাকি?
কারণ ডিজিটাল প্রোডাক্ট নিয়ে এখানে তেমন কোন এডভান্স ভিডিও এখন পর্যন্ত আমি পাইনি।
জি ভাইয়া, আমিও আপনার সাথে একমত, কারণ ডিজিটাল প্রোডাক্ট এর ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন। কারণ ডিজিটাল প্রোডাক্ট বলতে অনেক ধরনের প্রোডাক্টই রয়েছে কেবল সফটওয়্যারই নয়। তাই ফাহমিদ ভাইয়ার কাছে আশা করব তিনি ডিজিটাল প্রোডাক্ট এর জন্যে খুব সুন্দর একটি “ক্যাশ ফ্লো” ও তৈরি করে ভিডিও দেবেন এবং এর সোর্সিং এর জন্যে নির্ভরযোগ্য সব সাইটগুলোর / উপায় বলে বিস্তারিত তথ্য ও উইনিং প্রোডাক্ট খুঁজে পেতে প্রয়োজনীয় সমস্ত টিপস ও ট্রিকসগুলো শেখাবেন।
I agree with your opinion bro..
Right
কিছু মনে করবেন না ।
আপনি হয়তো ক্লাস গুলো মন দিয়ে দেখেন না , ফাহমিদ ভাই Niche সেলেকশোন ক্লাসএ ক্লিয়ার বলে ছিলেন যে প্রতিটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন । একটু ওয়েট করুন আসাকরি সব বিষয় এ জানতে পারবেন। এখন যে বিষয় নিয়ে ক্লাস দিচ্ছে সেগুলা মন দিয়ে দেখুন , আসা করি এই গুলাও আপনার কাজে লাকবে । ধন্যবাদ
ভাই আপনিও কিছু মনে কইরেন না,
যারা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করবে তারা অলরেডি বিজনেসের সব প্রস্তুতি নিয়ে নিয়েছে কিন্তু আমরা যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করব এখন পর্যন্ত কোন প্রস্তুতি নিতে পারেনি।
মাথাটা একটু খাটালে বুজতে পারতেন যে ক্লাস গুলা একটা সেকুএঞ্চে অনুজায়ী আস্তেছে , ১ম ফিজি্কাল প্রোডাক্ট ,২য় ডিজিটাল প্রোডাক্ট, ৩য় সার্ভিস অ্যান্ড ৪র্থ জব । যেমন টা নিছ সিলেকশন পার্ট এ বুঝানো হয়েছে।
এতো অল্পতে ধরজ্য হারালে তো হবে না ব্রাদার , ভালো কোন কিছু পেতে হলে টাইম দিতে হয় , আমাদের workshop এর টাইম এখন শেষ হয় নাই ।
আর হ্যাঁ এখন যে ক্লাস গুলা হচ্ছে mata marketing এটা ও আপনার ডিজিটাল প্রোডাক্ট সেল এর জন্য ও অনেক প্রয়োজনীয় বলে আমি মনে করি ।
আর সব বিষয়ে যদি শিখে রাখা হয় তাহলে ক্ষতি কি ?
workshop টা সবার কথা মাথাই রাখাই করা হয়েছে ।